Mobile: 01888666619, 01864776487
Email: mctcbasurhat@gmail.com
Opening: 09AM - 05PM
আমাদের সুযোগ-সুবিধা সমুহ-
#

Newsআমাদের সুযোগ-সুবিধা সমুহ-

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই তাই নিজেকে দক্ষ ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করতে আজই তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ করিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত মা কম্পিউটার ট্রেনিং সেন্টার এ কম্পিউটার প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষন গ্রহণ করে নিজেকে দক্ষ করে তুলুন।

কেন আমাদের বেছে নিবেন ?

** আমাদের রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত প্রশিক্ষক মন্ডলী |

** অত্যাধুনিক কম্পিউটার ল্যাব | 

** প্রত্যেক প্রশিক্ষনার্থীর জন্য একটি করে কম্পিউটার ব্যবহারের সুবিধা |

** ইন্টারনেট সংযোগ ব্যবস্থা সহ কম্পিউটার ল্যাব |

** মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস প্রদান |

** প্রতিদিন 1 ঘন্টা করে তাত্ত্বিক ক্লাস প্রদান |

** প্রতিদিন 1 ঘন্টা করে ব্যবহারিক ক্লাস প্রদান |

** প্রতিদিনের ক্লাস শেষে ক্লাসেই প্র্যাকটিস করে সমস্যা সমাধান করার সু-ব্যবস্থা |

** সম্পূর্ণ কোলাহল মুক্ত পরিবেশে ক্লাশ করার সু-ব্যবস্থা, সার্বক্ষনিক সি.সি.টিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা প্রদানের সু-ব্যবস্থা |

** সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ |

** কোম্পানীগঞ্জ উপজেলার সর্ববৃহৎ ও প্রযুক্তি নির্ভর কম্পিউটার প্রতিষ্ঠান |

** SSC/DHAKIL পরীক্ষার্থীদের কোর্স ফি ২০% ছাড়।

** মাসিক কুইজের উপর ৩জন ছাত্র/ছাত্রীর টিউশন ফি সম্পূর্ণ ফ্রি।

** টি শার্ট, লেকচার শীট, আইডি কার্ড ও কোর্স ভিত্তিক কারিগরি শিক্ষা বোর্ড এর বই ।

** বোর্ড পরীক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষা বোর্ড এর সার্টিফিকেট প্রদান।

বায়োমেট্রিক হাজিরা যাহা প্রতিটি ছাত্র/ছাত্রীদের ক্লাসে উপস্থিত ও বাহির হওয়ার সাথে সাথে তাহার অভিভাবকের কাছে এস.এম.এস পৌছে যাবে, ফলে ছাত্র/ছাত্রীদের ১০০% নিরাপত্তা নিশ্চিত হবে।

একজন প্রশিক্ষনার্থী কিভাবে আত্ম নির্ভর হয়ে আত্ম-কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং চাকুরী/ব্যবসায়ীক ক্ষেত্রে কিভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেকে সেরা প্রমাণ করতে পারে তার পরামর্শ প্রদান করা হয়।

তাই আর দেরি না করে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগ: মামুন প্লাজা, ৪র্থ তলা, উপজেলা গেইট, (কোম্পানীগঞ্জ থানার ১০ গজ দক্ষিনে ) হাসপাতাল রোড, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।

০১৮৮৮৬৬৬৬১৯, ০১৬১২৪৩৯৯৫৫,০১৮৫৫৪৪৬৮৮৮, ০১৬২৫৯৯২৬৮২,০১৮৫৫৫৫৯৯৪৯.


Download Attachment 15.05.2021